
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০১ জুন ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদ, শিক্ষক সমিতি ও খেলাফত মজলিসের আয়োজনে বুধবার ইফতার মাহফিল সম্পন হয়েছে।
পৌটিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে ইফতার পূর্ব আলোচনা সভায় রাজনগর মুফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেধা-সংস্কৃতি বিকাশ পরিষদের সভাপতি মো. ইকবালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আছকির খান, রাজনগর কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, রাজনগর ওয়েলফেয়ার এসোসেশন ইউ কে’র সভাপতি সাইদুর রহমান রেনু, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, আওয়ামীলীগ নেতা ফরজান আহমেদ, ছালিক আহমদ সিদ্দিকী, পরিষদের সহ-সভাপতি তছাকর খান, মাহমুদুর রহমান, শাহানারা রুবি, পরিষদের সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরী, যুগ্ন সম্পাদক রেদুওযানুল হক পিপুল, সাংগঠনিক সম্পাদক খছরু চৌধুরী, প্রচার সম্পাদক আহমদউর রহমান ইমরান প্রমূক।
এদিকে সরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ভবনে শিক্ষক সমিতির ইফতারে সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাফর আল ছাদেক, সহকারী শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া প্রমুখ।
এছাড়াও খেলাফত মজলিসের ইফতার স্থানীয় একটি সেন্টারে খেলাফত মজলিসের রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলীদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল, ব্যারিষ্টার মাহফুজুল ইসলাস, মাওলানা আব্দুর রহমান সোহেল, মাওলানা শাহ আলম, শিক্ষক আব্দুল ওয়াহিদ, মাওলানা কাওছার আহমদ প্রমূখ।
Posted ২:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.