
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে কাবাডি হল অন্যতম। সেই ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সামাজিক সংগঠন ‘হৃদয়ে রাজনগর’ সামাজিক সংস্থার প্রতিনিধিরা।
শুক্রবার বিকেলে রাজনগর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লিলা ভূমি মাথিউড়া চা-বাগান মাঠে সংস্থার প্রতিনিধিদের উদ্যোগে গ্রুপ-এ ও গ্রুপ-বি এর মধ্যকার এক প্রীতি কাবাডি খেলা অনুষ্টিত হয়েছে।
প্রায় এক ঘন্টা সংস্থার বিবাহিত প্রতিনিধি গ্রুপ-এ ও অবিবাহিত প্রতিনিধি গ্রুপ-বি হয়ে মাঠে লড়াই করে । গ্রুপ-এ দলের হয়ে খেলেছেন হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার বিবাহিত প্রতিনিধি ছালিক আহমদ, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আক্তার হোসেন, রিয়াজুল ইসলাম, রাসেল আহমদ, সদস্য রুমেল আহমদ। গ্রুপ-বি দলের হয়ে খেলেছেন হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার অবিবাহিত প্রতিনিধি আহমদউর রহমান ইমরান, বেলাল হোসেন চৌধুরী, অলিউর রহমান, শামসুল ইসলাম, টিপু আহমেদ, সদস্য জুয়েল আহমদ, রুবেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার টেংরা ইউনিয়ন প্রতিনিধি শামসুল ইসলাম শাকিল, সদস্য ফাহিম আহমদ সহ চা-বাগানের অনেক দর্শকশ্রোতা।
এই প্রীতি কাবাডি খেলায় গ্রুপ-বি (অবিবাহিত) দল গ্রুপ-এ (বিবাহিত) দলকে ২৪-২০ পয়েন্টে পরাজিত করে বিজয় লাভ করে।
Posted ২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.