
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৬ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আশোক মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
(২৬ নভেম্বর) শনিবার সাড়ে ১১টায় কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, একই এলাকার তারা মিয়া গংরা জমি দখলে নিতে গেলে জমির মালিক আশোক মিয়া বাঁধা দেন। এ সময় তারা মিয়ার লোকজন লাঠিসোটাসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে আশোক মিয়া গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় আশোক মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পঞ্চায়েতের আতাউর রহমান সোহেল বলেন, উভয় পক্ষ বিরোধে জড়ালে আমি মিমাংসার উদ্যোগ নেই। কিন্তু তারা মিয়া বিষয়টি প্রথমে মানলেও পরে না মেনে কয়েকজন ভাড়াটিয়া দিয়ে এ কান্ড ঘটিয়েছেন।
রাজনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/ই এ/এনএস
Posted ৮:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.