
মৌলভীবাজার জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও নিহতদের মর্গে পাঠানো হয়েছে।
উভয় ঘটনাটি ঘটে ৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ও ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুশরিয়া এলাকায় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার সদর ইউনিয়নের মশরিয়া এলাকার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে তারাপাশা থেকে ছেড়ে আসা মুন্সিবাজারগামী সিএনজি অটোরিক্সার সাথে মৌলভীবাজারগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপজেলার কামারচাক ইউনিয়নের মেলাগড় গ্রামের রহমান মিয়ার ছেলে এরশাদ মিয়া (৬০) ও একই গ্রামের রশিদ মিয়ার ছেলে ছালিক মিয়া (৩৫) নিহত হন। তারা দিনমজুরের কাজ করতেন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আব্দুল মুহিদ (৩৫), আব্দুল কাইয়ূম (৩৫), জমির আলী (৬০) ও পুতুল মিয়া (৫০)।
এদিকে একই এলাকায় সকাল ১১টার সময় একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার ৬ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, মৃতদেহের ময়নাতদন্ত শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.