
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরে গোপাল রবি দাশ (৫৪) নামে এক পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড পুত্র। এ ঘটনার খবর পেয়ে পুলিশ নিহত পিতার পুত্র রাজরাম রবি দাশ (২৫)কে গ্রেপ্তার করেছে। এ ঘটনার পর থেকে স্থানীয় চা বাগানের চা শ্রমিক পরিবারের মাঝে আতংক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
(১৯ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানে এলাকায় হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে মতে, মাথিউড়া চা-বাগানের শ্রমিক গোপাল রবি দাশ (৫৪) মদ্যপান করে প্রায় সময় তার স্ত্রী অষ্টমী রবি দাশের (৪০) সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করতেন। বৃহস্পতিবার সকালে তিনি ও তার স্ত্রী আবারো ঝগড়ায় জড়িয়ে পড়লে ছেলে রাজরাম রবি দাশ উভয়কে থামাতে চেষ্টা করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলের সামনেই স্ত্রীকে তেড়ে মারতে যান গোপাল রবি দাশ। এসময় রাজরাম রবি দাশ ঘরের বারান্দায় পড়ে থাকা দা দিয়ে তার বাবা গোপাল রবি দাশের গলায় ও হাতে কোপ দিলে ঘটনাস্থলেই গোপাল রবি দাশের মৃত্যু হয়।
হত্যাকান্ডের বিষয়টি জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক সংবাদমেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে পাষন্ড পুত্রকে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।
সংবাদমেইল২৪.কম/এসএ
Posted ৮:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.