
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৭ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারে পিকআপভ্যান চাপায় ইতি রানি দেব (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
(০৭ ডিসেম্বর) বুধবার দুপুরে জেলার রাজনগর উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কর্নিগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুর ১টার পর ইতি রাজনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর অর্ধ বাষির্কী পরীক্ষা শেষে সিএনজি অটোরিকশা যোগে তার বাড়ি খলাগ্রামে ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান সিএনজিকে ধাক্কা দিলে ইতি মাটিতে পড়ে গেলে পিকআপটি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে স্থানীয়রা ঘাতক পিকআপ চালককে আটক করে পুলিশে প্র্রেরণ করেছে।
রাজনগর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস
Posted ৫:১১ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.