রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১

রাজনগরে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্থান্তর

রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৩ মে ২০১৮ | প্রিন্ট  

রাজনগরে ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্থান্তর

মৌলভীবাজারের রাজনগরে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া একটি পাইপগানও উদ্ধার করা হয়েছে।

২৩ মে বুধবার ভোর রাতে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সেহরীর সময়ের শেষের দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকার আব্দুল লতিফের বাড়ির বাইরে টয়লেটে যান এক মহিলা।

এসময় বাড়ির পাশের কালভার্টের উপর ৪-৫ জন লোককে কাপড় পরিবর্তন করতে দেখে তিনি ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করেন। তার চিৎকারে আশেপাশের ঘর থেকে পুরুষরা বেরিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে রাজনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।


আটককৃত ডাকাত হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুল কাদিরের ছেলে আব্দুল আজিজ (৩৫)। পরে ভোররাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান মিলন বখত ঘটনাস্থলে এসে ডাকাতকে পুলিশের কাছে হস্থান্তর করেন। এদিকে সকাল সাড়ে ৭টার দিকে ডাকাতদের ধাওয়ার স্থান থেকে একটি পাইপগান পাওয়া যায়। পরে পুলিশ পাইপগানটি উদ্ধার করে।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, পাইপগানটি থানায় রয়েছে। আটক ডাকাতকে রিমান্ডের জন্য আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদ করলে হয়ত আরো তথ্য বেরিয়ে আসবে।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ মে ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত