
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | প্রিন্ট
রাজনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী নানা অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভার আযোজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান।
যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক, অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, অধ্যক্ষ মোঃ ইকবাল, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।
আলোচনা সভার পর চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
Posted ১০:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ আগস্ট ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.