
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজার জেলার রাজনগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও ১১ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষকদের নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরাধীন ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রন শাখা কর্তৃক ’জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০১৮’ উপলক্ষে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক শ্রীবাস চন্দ্র পাল। পরিসংখ্যানবিদ সুশীতল পালের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন মহলাল উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক খালিছউর রহমান, চৌধুরী আছিয়া রহমান একাডেমির প্রধান শিক্ষক ব্রজ গোপাল দত্ত, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল আমিন ভূঁইয়া, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাশ, বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ জ্যোতি মালাকার, মুশরিয়া এমদাদিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাও. আব্দুল লতিফ, সাংবাদিক শংকর দুলাল দেব প্রমুখ।
এদিকে গত ১১ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ ভবণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিসংখ্যানবিদ সুশীতল পালের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ডা. বর্ণালী দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, সহকারী শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, সোমা ভট্টাচার্য, কাজী নাদিমুল হক, মো. মামুদ হোসাইন, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালী দাশ বলেন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতরের ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখা কর্তৃক দেশব্যাপি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৮ কার্যক্রম বাস্তবায়ন একটি স্বাস্থ্যবান্ধব মহতি উদ্যোগ। এরই ধারাবাহিকতায় রাজনগর উপজেলা ব্যাপি কৃমি নিয়ন্ত্রণের লক্ষ্যে শিক্ষক, সাংবাদিক ও এনজিও কর্মীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে সরকারের এই মহতি উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি নেয়া হয়েছে।
Posted ৩:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.