
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০১ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রুরাল এমপ্লয়মেন্টর এন্ড রোড মেইনটেনেন্স কর্মসূচী(আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান।
উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার। সিও বকুল কুসুম দাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী শাহাবউদ্দীন, প্রকল্প অফিসার মোহাম্মদ কবিরুজ্জামান খান, সাংবাদিক আহমদউর রহমান ইমরান প্রমূখ।
এ সময় আরইআরএমপি-২ প্রকল্পের আওতায় ৮০জন নারী কর্মীকে সঞ্চয়কৃত অর্থের চেক প্রদান করা হয়।
Posted ৫:২১ অপরাহ্ণ | সোমবার, ০১ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.