
মৌলভীবাজার জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের রাজনগরে অপহরণের ২ দিন পর অভিযান চালিয়ে এক কিশোরীকে (১৩) উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
(৫ জানুয়ারি) বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামের আরন মিয়ার ছেলে ৬ সন্তানের জনক সৈইদ মিয়া (৪০) বেশ কিছু দিন থেকে টেংরা ইউনিয়নের চাউরুলি গ্রামে বসবাস করছে। এ সময় সে স্থানীয় শিশুদের পড়ানোও শুরু করে। গত ২ জানুয়ারী সন্ধ্যায় পূর্ব পরিচিতের সুবাদে চাউরুলি গ্রামের ১৩ বছরের এক কিশোরীকে বাড়ী থেকে ডেকে নিয়ে অপহরণ করে সে। ওই কিশোরীর পরিবার গতকাল বুধবার রাতে রাজনগর থানায় মামলা (নং ৬, তারিখ: ৪/১/২০১৭) দায়ের করেন।
তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার উপপরিদর্শক জিয়াউল ইসলাম অভিযান চালিয়ে অপহরণকারী সৈইদ মিয়াকে তার বসত ঘর থেকে গ্রেফতার করেন। এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই বসত ঘর থেকেই অপহৃতা কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী সৈইদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.