শনিবার ২ নভেম্বর, ২০২৪ | ১৭ কার্তিক, ১৪৩১

রাজনগরের পাঁচ রাজাকারের বিচার শুরু

ইমরান আহমদ,রাজনগর,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

রাজনগরের পাঁচ রাজাকারের বিচার শুরু

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচ রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো। আগামী ১৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

(০৮ ডিসেম্বর) বৃহস্পতিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।


পাঁচ রাজাকার হলেন-শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী।

তাদের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ রয়েছে।


রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, আবুল কালাম ও রেজিয়া সুলতানা চমন। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম ছিলেন আসামিদের পক্ষে।

এর আগে গত ২৬ মে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। গত ২ নভেম্বর শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।


২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা।

২০১৫ সালের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেদিন বিকেলেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে (৬০) মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছ আহমদকে (৭০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এর পর ২০ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন।

সংবাদমেইল২৪.কম/আরপি/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত