
বিশেষ প্রতিবেদক ,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২০ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
রাজধানীর গুলিস্তানে একটি মাদরাসার কক্ষের ভেতর থেকে মো. জিদান (১১) নামে এক ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশু জিদান ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে। গুলিস্তানের মদিনাতুল মাদরাসায় সে থাকতো।
পল্টন থানা পুলিশ জানায়, রাত প্রায় ৩টার দিকে ঘুম ভাঙে মাদরাসার নূরানি বিভাগের শিক্ষক রাফসানির। টয়লেটে যাবার সময় ফ্লোরের সামনে রক্ত দেখতে পান। এরপর অন্যদের ঘুম থেকে ডেকে তুলে পুলিশে খবর দেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.