
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেট: চা বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার।
বুধবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।
তারাপুর চা-বাগান দেবোত্তর সম্পত্তি হওয়ায় ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে এ বাগান দখল করেন রাগীব আলী। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা দায়ের করেন।
২০১৬ সালের ১৯ জানুয়ারি ওই মামলা দুটি পুনরায় সচল করার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট। পরে ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল এবং ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির দিনই রাগীব আলী তার ছেলে আবদুল হাইকে নিয়ে ভারতে পালিয়ে যান। পরে ১২ নভেম্বর জকিগঞ্জ সীমান্তে গ্রেপ্তার হন আবদুল হাই। আর রাগীব আলী ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জে গ্রেপ্তার হন। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.