
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেটের শিল্পপতি রাগীব আলীর জামিন নামঞ্জুর হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শুনানী শেষে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উম্মে সরাবন তহুরা দুটি মামলায় তার জামিন নামঞ্জুর করেন।
তবে, দৈনিক সিলেটের ডাক প্রকাশনা সংক্রান্ত একটি মামলায় তিনি জামিন পেয়েছেন।
সিলেটের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান,এ মামলাটি একটি আলোচিত ও চাঞ্চল্যকর মামলা।
দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সংবাদমেইল২৪.কম/এএম/এনএস
Posted ৮:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.