
সিলেট প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: অবৈধ সম্পদের কথিত ‘দানবীর’ রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেফতার করেছে পুলিশ।
(১২ নভেম্বর) শনিবার সকালে সিলেটের জকিগঞ্জের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
গত ১০ আগস্ট জালিয়াতি ও প্রতারণার মামলায় রাগীব আলী ও তার পরিবারের চার সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে সিলেট মহানগর মুখ্য বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।
রাগীব আলী ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- তার ছেলে আবদুল হাই, মেয়ের জামাই আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীবের আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত।
মামলার অপর আসামি রাগীবের স্ত্রী রাবেয়া খাতুন ২০০৬ সালের ১২ ডিসেম্বর মারা যাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়।
সিলেট নগরের পাঠানটুলার উপকণ্ঠে ৪২২ দশমিক ৯৬ একর জায়গা নিয়ে গড়ে ওঠা তারাপুর বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী।
রায় বাস্তবায়নে উচ্চ আদালত থেকে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ায় গত ১৫ মে চা-বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। রায়ের পরবর্তী নির্দেশনা বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন মেডিকেল কলেজ, হাসপাতালসহ সব অবৈধ স্থাপনা আগামী ১৩ আগস্টের মধ্যে সরাতে গণবিজ্ঞপ্তি জারি করে।
সংবাদমেইল২৪.কম/বা/এনএস
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.