
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকাঃ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিশেষ দূত হিসেবে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ চ থিন। তিন সদস্যের প্রতিধিদলের নেতৃত্ব দিচ্ছেন থিন।
মঙ্গলবার নভো এয়ারের একটি ফ্লাইটে ইয়াংগুন থেকে বিকালে ঢাকা আসেন তারা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ার মধ্যে ঢাকা এলেন তিনি।
বুধবার মিয়ানমারের এই প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের ঘটনা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করে ঢাকা।
এর আগে সর্বশেষ গত ২৯ ডিসেম্বর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মায়ো মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে উদ্যোগী হওয়ার তাগাদা দেওয়া হয়।
গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে সেনা অভিযান শুরু হয়। ওইদিন থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.