স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
চা বাগানে কর্রমরত স্টাফদের নিয়ে গঠিত বৃহত্তম সংগটন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশননের (২০২০-২০২২)নির্বাচন রাত পোহালে আগামীকাল ১৫ ডিসেম্বর রবিবার অনুষ্টিত হবে।
ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা সিলেট -চট্রগ্রাম অঞ্চলের মোট ১২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্টিত হবে।
সভাপতি,সাধারন সম্পাদক, সাংগঠনিক ও কোষাধ্যক্ষ সহ মোট ৩৩টি পদে (২৫১৪)জন ভোটাররা সরাসরি তাদের পছন্দসই প্রাথীদের ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্য প্রতিক বরাদ্দ করা হয়েছে।
সভাপতি পদে ২জন প্রাথী একে অপরের প্রতিদন্দিতা করছেন,তারা হলেন,বর্তমান সভাপতি মাহবুব রেজা (বটগাছ)। বর্তমান সাধারন সম্পাদক আলহাজ্ব মোহান্মদ জাকারিয়া আহমেদ (চেয়ার)।
সাধারন সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন চৌধুরী হাসান (চাকা), হাবিবুর রহমান (আনারস) ও রিংক মিত্র (মই)।
সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রাথী প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, মোঃ আলমগীর চৌধুরী (মোবাইলফোন) ও অঞ্জন গোস্বামী (বাইসাইকেল)।
এছাড়াও সহ সভাপতি, সহ সাধারন সম্পাদক,সহ সাংগঠনিক সহ বাকি পদে বিভিন্ন প্রাথীরা তাদের বরাদ্দকৃত পতিক নিয়ে নির্বাচনে লড়াই করছেন।
নির্বাচন পরিচালনা (সাব) কমিটির সদস্য সচিব মোঃ আব্দুস সামাদ জানান,প্রতিক বরাদ্দের পর থেকে প্রাথীরা বিরামহীন রাত দিন প্রচারণা চালিয়ে গেছেন। আগামীকাল ১৫ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহীনির পাশাপাশি নির্বাচন কমিশন কটোর অবস্থানে থাকবে।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.