
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ ছূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা আবুইউছুফ মুহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী(রহঃ)’র ৫৮ তম ইছালে সওয়াব উপলক্ষে কুলাউড়ার আলালপুরে ঐতিহাসিক মাহফিল আগামীকাল ২৯ শে জানুয়ারী রবিবার অনুষ্টিত হবে।
দেশ বিদেশের ফুলতলী (রহঃ)’র হাজার হাজার মুরিদীন-মুহব্বিনগণ ঐতিহাসিক কুলাউড়া আলালপুর আলহাজ্ব আত্তর খান হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এই মাহফিলে সমবেত হবেন।
মাহফিলে সভাপত্বিত করবেন ফুলতলী (রহঃ)’র বড় ছেলে মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
ফুলতলী (রহঃ)’র ছাহেব জাদা ও খলিফা গনসহ ত্বরিকতের বুজুর্গগন রবিবার সকাল থেকে পরদিন ফজর পর্যন্ত যিকির আজকার সহ মুল্যবান বয়ান পেশ করবেন।
এছাড়া বয়ান পেশ করবেন ছাহেব জাদায়ে ফুলতলী আল্লামা মাওলানা নজমুদ্দীন চৌধুরী, আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, আল্লামা মাওলানা কমর উদ্দিন চৌধুরী, আল্লামা মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী,আল্লামা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী,বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রিয় সভাপতি আল্লামা মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী,ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সরকার মোহাম্মদ কাফিল উদ্দিন সালেহি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগি অধ্যাপক হযরত মাওলানা ড.আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী,আনজুমানে আল ইসলাহ কেন্দ্রিয় মহাসচিব হযরত মাওলানা একেএম মনোহর আলী,মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী,হযরত মাও. বদরুজ্জামান চৌধুরী রিয়াদ,চান্দগ্রাম ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা শিহাব উদ্দিন চান্দগ্রাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রিয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা রেদোয়ান আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়া দেশ ও বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম ওয়াজ পেশ করবেন।
ঐতিহাসিক এই মাহফিলে সবাইকে দলে দলে যোগদান করার জন্য আরজ গোজার করেছেন ছাহেব জাদায়ে ফুলতলী আল্লামা মাওলানা নজমুদ্দীন চৌধুরী ও আল্লামা ফুলতলী (রহঃ)’র খলিফা হযরত হাফিজ মো. মহসিন খান আলালপুরী।
উক্ত মাহফিলে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন কুলাউড়া উপজেলার আলইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দসহ স্থানীয়রা।
উল্লেখ্য,হযরত ইয়াকুব বদরপুরী (রহঃ) ১০৪ বছর বয়সে ১৯৬১ সালের ১৯ জানুয়ারি সোমবারে মাগরিবের সময় ইন্কোল করেন।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ১:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.