
বিনোদন ডেস্ক,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
খবরের শিরোনামে থাকা যেন নিত্য দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে রণবীর সিংয়ের। কখনও তার বেফাঁস মন্তব্য, কখনও তার ব্যবহার, কখনও বা তার প্রেম বিষয়ক ঘটনা প্রকাশ করে টক অব দ্য টাউন এ পরিণত হন তিনি। তবে এবার একটু ভিন্ন রণবীর।
এবার তিনি জানালেন তার মনের সুপ্ত ইচ্ছে। আর নিজের ইচ্ছের কথা জানিয়ে আবারও আলোচনায় চলে এসেছেন রণবীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, তিনি সন্তান চান। অ্যাডাপ্ট নয়, বরং বায়োলজিক্যাল চাইল্ডই চান তিনি।
রণবীরের কথায়, ‘‘আমার জীবনে একটা সময় ছিল কোনও রিলেশন ছিল না। আমি সমস্ত সম্পর্ক ছেঁটে ফেলেছিলাম। কিন্তু এখন আমি একদম আলাদা মানুষ। অনেক পরিবর্তন এসেছে আমার জীবনে। আমি শিশু ভালোবাসি। খুব তাড়াতাড়ি আমি পরিবারের সদস্য হতে চাই। আমার বায়োলজিক্যাল ঘড়ি চলতে শুরু করে দিয়েছে।’’
রণবীরের এই সাক্ষাৎকারের পরই নতুন গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার সম্পর্কের কথা অজানা নয়। যদিও মাঝে তাদের সম্পর্কে কিছু সমস্যা এসেছিল। তবে এখন আবার কাছাকাছি এসেছেন তারা। তাই অনেকেরই প্রশ্ন, এ বার কি বিয়ে করছেন রণবীর-দীপিকা? সে কারণেই আগাম ফ্যামিলি প্ল্যানিংয়ের ইঙ্গিত দিচ্ছেন রণবীর!
সংবাদমেইল২৪.কম/বা/নাশ
Posted ৫:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.