
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
ঢাকা: টেস্ট ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্সের পর ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছে স্পিনার মেহেদী হাসান মিরাজের। টাইগারদের হয়ে ১২৩তম ক্রিকেটার হিসেবে রঙিন পোষাকে ওয়ানডে অভিষেক হল তার।
শনিবার ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
২০১৫ সালে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই বিশ্বরেকর্ড গড়েছিলেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এ অধিনায়ক এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভালো খেলেছেন। তরুণ এ অফ স্পিনার বাংলাদেশের হয়ে রঙিন জার্সিতে অভিষেকে শ্রীলঙ্কা বিপক্ষেই ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা ভক্তদের।
টেস্টে জাতীয় দলের হয়ে এ পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন মিরাজ। ব্যাট হাতে তিনি করেছেন ১৮৯ রান। বোলিংয়ে সাত টেস্টে শিকার করেছেন ৩৫ উইকেট।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.