
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
(২৫ ডিসেম্বর) রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এদিন মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
রোববার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিন ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।
আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।
আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ উত্তর উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৪:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.