
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | প্রিন্ট
সিলেট: নগরীর শিবাবাড়ি এলাকার জঙ্গি আস্তানায় শ্বাসরুদ্ধকর অভিযান ঘিরে আতিয়া মহলে নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের। একই সঙ্গে ওই বাড়ির মালিক উস্তার আলী সম্পর্কেও ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের শিববাড়ির গোটাটিকর মৌজায় ৫ ও ৪ তলা দুটি ভবন নিয়ে তৈরি স্থাপি হয়েছে আলোচিত আতিয়া মহল।
স্থানীয় বন্দরঘাটের মৃত আসদ্দর আলীর ছেলে উস্তার আলী এ মহলের মালিক।
১৯৫২ সালে জন্মগ্রহণ করেন উস্তার আলী। সিলেট কাস্টমসের আমদানি-রফতানি শাখার তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলেন তিনি। পরে ২০০৪ সালে তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অবসর নেন।
উস্তার আলীর স্ত্রীর নাম আতিয়া বেগম। তার নামেই বাড়ির নাম দেয়া হয় ‘আতিয়া মহল’।
উস্তার আলীর ছয় ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে ইব্রাহিম আলী দীর্ঘ ১২ বছর ইংল্যান্ডে ছিলেন। বর্তমানে দেশে ব্যবসা করেন তিনি।
দ্বিতীয় ছেলে কাওসার আহমদ পড়াশোনা শেষ করে কয়লা ব্যবসা করেন। তৃতীয় ছেলে ইকবাল আলী এমবিবিএস পাস করে এখন চিকিৎসকে পেশায় নিয়োজিত।
সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে আতিয়া ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার।
উস্তার আলী কুচাই ইউনিয়নের বাসিন্দা। সরকারি চাকরি আর বিদেশ থেকে পাঠানো বড় ছেলের টাকায় কমমূল্যে সেখানে জমি কেনেন ।
এলাকাটি সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলে উস্তার আলীর ভাগ্য খুলে যায়।
তবে উস্তার আলী আতিয়া মহলে থাকেন না। তিনি বসবাস করতেন বন্দরঘাটে পৈত্রিক ভূমিতে নির্মিত দুতলা বাড়িতে বসবাস করেন।
সম্প্রতি আতিয়া মহলে অভিযান চালানো হলে ভবনটি জঙ্গি আস্তানা হিসেবে পরিচিতি পায় দেশে-বিদেশে।
সংবাদমেইল২৪.কম/এসইউআইএস/এন আই
Posted ৪:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.