স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৬ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে এক যুবকের ছুরির আঘাতে ২জন পুলিশ ও ২ জন আনসার সদস্য আহত হয়েছেন। পরে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ওই যুবককে আটক করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া ঘটনার নিশ্চিত করে বলেন, “বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে এক যুবকের ছুরিকাঘাতে ২ জন পুলিশ ও ২ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
অবশ্য তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম জানাতে পারেননি তিনি। তিনি বলেন, “ও যুবককে আটক করা হয়েছে। তাকেও কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
এপিবিএনের পুলিশ সুপার তানজিনা আক্তার বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার পরে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী ছুরি নিয়ে বহির্গমন লাউঞ্জের তিন নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা তাকে বাধা দিলে সে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।”
অবশ্য পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম জানায়নি। ওই যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৮:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.