
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে দুই বার স্বাধীন করেছেন। এ কারনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন। অচিরেই যুদ্ধপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক উপরের কথা গুলো বলেন।
মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে শুক্রবার রাতে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনার আয়োজন করে। চেম্বার সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিছবাউদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোঃ শাহ জালাল, কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।
আলোচনা সভা শেষে জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ ৩০টি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.