
রাজশাহী সংবাদদাতা,সংবাদমেইল২৪ডটকমঃ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
রাজশাহী: দৈনিক যুগান্তরের প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর করা মানহানির একটি মামলার পর আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালত-২ এ উপস্থিত হয়ে তিনি মামলাটি করেন বলে জানিয়েছেন তার আইনজীবী নাজমুল সাদাত।
মামলায় আসামিরা হলেন- দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং রাজশাহী ব্যুরো রিপোর্টার জিয়াউল গনি সেলিম।
আইনজীবী নাজমুল সাদাত জানান, আদালতের বিচারক মো. জুলফিকুরুল্লাহ মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। একইসঙ্গে আগামী ২৯ জানুয়ারি আসামিদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশও দেন বলে জানান তিনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে ‘ভারতীয় গরু নিয়ে রাজশাহীর পথে পথে চাঁদাবাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনের একাংশে ‘মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু একটি সিন্ডিকেট করে ঘাটে ঘাটে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছেন’ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি এ ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত না থাকলেও পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক সুনাম ও খ্যাতি ক্ষুণ্ণ করার জন্য তাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৭:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.