মঙ্গলবার ২১ মার্চ, ২০২৩ | ৭ চৈত্র, ১৪২৯

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭ লাখ ছাড়িয়ে গেল

সংবাদমেইল ডেস্ক | রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭ লাখ ছাড়িয়ে গেল

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণে শুক্রবার পর্যন্ত প্রাণহানি ৭ লাখ ছাড়িয়ে গেছে। যা দেশটির রাজধানী ওয়াশিংটনের মোট জনসংখ্যার প্রায় সমান। এক পরিসংখ্যানে এ কথা জানিয়েছে জনস হপকিনন্স ইউনিভার্সিটি।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দৈনিক গড়ে ১ হাজারের বেশী মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে জনসংখ্যার ৫৫.৭ শতাংশের পুরোপুরি টিকাদান সম্পন্ন হয়েছে। মহামারির প্রাথমিক পর্যায়ে কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভ্যাকসিন প্রদানে বিশ্বের মধ্যে সবচেয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশী প্রাণহানি ঘটেছে, যা ব্রাজিল এবং উচ্চ সংক্রমণের ডেল্টা ভ্যারিয়ান্টের মুখোমুখি হওয়া ভারতের চেয়েও অনেক বেশী। বিশব্যাপী করোনাভাইরাসের ঢেউ গত আগস্টের শেষদিকে সর্বোচ্চ পর্যায়ে ছিল, এ সময় যুক্তরাষ্ট্রে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।

ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রম শুরু করেছিল, যা এপ্রিলে শীর্ষ পর্যায়ে পৌঁছায়, কখনো কখনো দৈনিক ৪ মিলিয়নের বেশী টিকা প্রদান করা হয়েছে, বর্তমানে টিকাদান কার্যক্রম যথেষ্ট ধীরগতির। সূত্র : বাসস।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৩:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত