| মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | প্রিন্ট
সংবাদমেইল অনলাইন : বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৭৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪০ জন।
সিএনএন হেলথের তথ্যানুযায়ী, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে অন্তত ৫০২ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।
করোনাভাইরাসে দেশটির হাওয়াই ও ওয়াইওমিং অঙ্গরাজ্য থেকে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। বাকি সব অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে, এখানে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে হাজার পার হয়েছে।
সিএনএনের হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৫ কোটি ৬০ লাখ ৮ হাজার ৩১৮ জন বাসিন্দা ‘স্টে অ্যাট হোম’ নির্দেশের আওতায় ঘরবন্দি ছিলেন।
এ সংখ্যাটি দেশটির মোট জনসংখ্যা ৭৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের আদশশুমারি ব্যুরোর হিসাব অনুযায়ী দেশটির বর্তমান জনসংখ্যা ৩২ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৫২৩ জন।
Posted ১২:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.