
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ১১ জঙ্গিকে আটক করেছে এমন ভূয়া সংবাদ যমুনা টিভির স্ক্রলে আসে। এতে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের মধ্যেও এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কোন সূত্রের বরাত ছাড়াই এমন সংবাদ প্রচার করা হয়। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেয়া হয়।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, যমুনা টিভির এমন বিভ্রান্তিকর ও ভূয়া সংবাদে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। অনেক মিডিয়াকর্মীই জানতে চেয়েছেন এ সম্পর্কে।
মৌলভীবাজার শহরের দরগাহ মহল্লা এলাকার বাসিন্দা মো. ফখরুল ইসলাম স্পটে থাকা এ প্রতিবেদকের কাছে জানতে চান ১১ জন জঙ্গি আটকের ঘটনা সত্যি কি না? তখন অনেকটা অপ্রস্তুতভাবে কোত্থেকে জানলেন প্রশ্ন করতেই তিনি বলেন যমুনা টিভির স্ক্রলে দেখেছি।
মৌলভীবাজারের এক টিভি সাংবাদিক বলেন, সিলেট থেকে আসা অতি উৎসাহী এক সাংবাদিক বিষয়টি না বুঝেই এমনটা করেছেন।
উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে এবং শহরের বড়হাট এলাকার পৃথক দুটি বাড়িতে ১১ জন জঙ্গি অবস্থান করছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তাদেরকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই
Posted ৭:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.