বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩১

যমুনায় আলাদা রেলসেতুসহ ১২ উন্নয়ন প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

যমুনায় আলাদা রেলসেতুসহ ১২ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ঢাকা: যমুনা নদীর ওপরে আলাদা রেলসেতু নির্মাণ করবে সরকার। যাতে মোট ব্যয় হবে ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। যার মধ্যে সরকার বহন করবে ২ হাজার ৯ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৭ হাজার ৭২৪ কোটি টাকা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


যমুনা নদীর রেল সেতু ছাড়াও ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ১২ প্রকল্পে মোট ব্যয় হবে ১ লাখ ৫২ হাজার ৭১২ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল ৩৫ হাজার কোটি টাকা। আর প্রকল্প সাহায্য মিলবে ১ হাজার ৬২৭ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ১ লাখ ১৬ হাজার ১৬ কোটি টাকা।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


তিনি বলেন, “যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু হবে। এটি বর্তমান সেতু থেকে সম্পূর্ণ আলাদা। আগামী ২০২৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। টাংগাইল জেলার ভুয়াপুর থেকে সিরাজগঞ্জ জেলা সদর পর্যন্ত সেতুটি হবে। যার দৈর্ঘ্য হবে ৪ দশমিক ৮ কিলোমিটার।”

কামাল বলেন, “আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা প্রকল্পটি বাস্তবায়নে সরকারকে সহায়তা করবে। বর্তমান সেতু থেকে ৩০০ মিটার উজানে এটি করা হবে। আর এটি হবে ডুয়েলগেজের। এর মধ্য দিয়ে গ্যাস সঞ্চালন লাইনের বিকল্প লাইন স্থাপন করা হবে।”


সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত