শনিবার ২ ডিসেম্বর, ২০২৩ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০

যত দিন বেঁচে থাকব কুলাউড়াবাসীর স্বপ্ন পূরণে রাজনীতি করে যাব- এম এম শাহীন

আরব আমিরাত সংবাদদাতা: | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

যত দিন বেঁচে থাকব কুলাউড়াবাসীর স্বপ্ন পূরণে রাজনীতি করে যাব- এম এম শাহীন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন বলেছেন, প্রবাসী ও কুলাউড়াবাসীর জন্য আমি যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত। প্রবাসীদের প্রাপ্য সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা আর কুলাউড়াবাসীর কল্যাণে আমি সর্বদা সচেষ্ট। কুলাউড়াবাসী যে আমাকে মনেপ্রাণে ভালোবাসে, তার প্রমাণ আমি স্বদেশে-প্রবাসে সব জায়গায় পাই। দেশে আমি কদর্য রাজনীতির শিকার হয়ে বারবার বঞ্চিত ও প্রতারিত হলেও কুলাউড়াবাসী আমাকে সব সময় তাদের আপনজন বলে কাছে টেনে নিয়েছেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাই যত দিন বেঁচে থাকব, আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আমি কুলাউড়াবাসীর স্বপ্ন পূরণে রাজনীতি করে যাব, ইনশা আল্লাহ।

সংযুক্ত আরব আমিরাত সফরকালে ১ অক্টোবর শুক্রবার সেখানকার কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এম এম শাহীন এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশে সোয়া কোটির বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা বিদেশ বিভুঁইয়ে নিজ দেশের একেকজন প্রতিনিধি। এই প্রবাসীরা নিজেদের মেধা ও শ্রমের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে প্রতিবছর শত শত কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অসামান্য অবদান রাখছেন। শুধু শ্রমিক হিসেবে নন, বাংলাদেশি প্রবাসীরা আজ আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ হিসেবেও অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। বহু উচ্চশিক্ষিত প্রবাসী নিজ নিজ ক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রাখছেন। এসব প্রবাসীর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত সফররত সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন এবং আমিরাত সরকার কর্তৃক গোল্ডেন ভিসাপ্রাপ্ত তিন বরেণ্য সিলেটি আল হারামাইন পারফিউম গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির সিআইপি, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএইএর সভাপতি হাজী আব্দুল করিম সিআইপি এবং প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপিকে সংবর্ধনা প্রদান করে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত।


বাংলাদেশ সমিতি শারজাহর বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজী লোকমান হোসাইন আনুর সভাপতিত্বে ও কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম নাজমুল ইসলামের উপস্থাপনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য দেন এম এম শাহীন।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন হাজী আব্দুল করিম সিআইপি ও বদরুল ইসলাম চৌধুরী সিআইপি।


প্রধান বক্তার বক্তব্য দেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক প্রধান পৃষ্ঠপোষক ব্যাংকার ইকরামুল করিম চৌধুরী মিশু।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহর সাধারণ সম্পাদক শাহ্ মো: মাকসুদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌ:, সিনিয়র-সহ সভাপতি জিএম জায়গীরদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌ:, বাংলাদেশ সমিতি শারজাহর আজীবন সদস্য সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন কাউছার, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এনাম, দুবাই বাংলাদেশ সমিতির সহ সভাপতি কাজী মো: আলী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য দেলোয়ার আহমদ, চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য এস এম শফিকুল ইসলাম শফি, আবুধাবী সিলেট বিভাগ প্রবাসী সমিতির সি: সহ সভাপতি মাষ্টার শামছুল কবির আলাউদ্দিন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বদরুল, সদস্য সচিব মো: আলী হোসেন, হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী তৈয়ব আলী তালুকদার, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমদ তালুকদার, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আমীন হাসান খাঁন, সাংবাদিক হাবিবুর রহমান ফজলু৷

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌ:, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদ্য সাবেক সি: সহ সভাপতি মো: গুলজার খাঁন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সি: সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি নিজাম উদ্দিন, শারজাহ্ বাংলাদেশ সমিতির অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, রাঙ্গুনিয়া সমিতির সভাপতি

এসময় আরো বক্তব্য রাখেন ইনসাফ ফাউন্ডেশনের আহ্বায়ক মুহিবুর রহমান, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো: জামিল খাঁন, সদস্য মো: মাসুক মিয়া, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সদস্য আনোয়ারুল হক৷

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক আজিম মাষ্টার, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসাইন এনাম, বিশিষ্ট রাজনীতিবিদ সুয়েব আহমদ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো: মিনার মিয়া, সদস্য মাওলানা লোকমান আহমদ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার মিয়া, আরিফুজ্জামান, মো: সেলিম হারুন, সাইফুল ইসলাম সাইফ, ইসলাম উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক সহ অর্থ সম্পাদক আছলাম আমীর আলী, সাবেক আইন সম্পাদক রুবেল হোসাইন, সাবেক সদস্য খয়েজ আহমদ, সাবেক সদস্য পায়েল আহমদ, সাবেক সদস্য মাসুক আলী, সাবেক সদস্য আমীন আলী সহ প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ৷

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলায়াত করেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাফেজ মাহবুবুর রহমান৷

স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন প্রস্তুতি কমিটির জেষ্ট সদস্য ইলিয়াছ আমীর আলী৷

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৩:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত