
সংবাদমেইল ডেস্ক : | বুধবার, ০২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ম্যান বুকার পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের লেখক পল বিটি। বর্ণবাদী বিদ্রুপাত্মক গ্রন্থ দ্য সেলআউট এর জন্য প্রথম কোনো আমেরিকান হিসেবে গুরুত্বপূর্ণ এ পুরস্কারে ভূষিত হলেন।
মঙ্গলববার লন্ডনের একটি টাউনহলে এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। বিবিসি
উপন্যাসটি এক কৃষ্ণাঙ্গ যুবকের গল্প, যিনি লস অ্যাঞ্জেলেসের এক শহরতলীতে দাসত্ব ও বর্ণবিভেদ পুনঃপ্রতিষ্ঠিত করতে চান।
বিচারকমণ্ডলীর সভাপতি আমান্ডা ফারম্যান বলেন, “বইটি প্রত্যেক সামাজিক অলঙ্ঘনীয়তার নাড়িভুড়ি বের করতে পেরেছে।”
ডাচেস অব কর্নওয়ালের কাছ থেকে পুরস্কার গ্রহণের পর বিটি আবেগে বিহ্বল হয়ে পড়েন। তিনি বলেন, “এটা কঠিন একটা বই। এটা লেখা আমার জন্য কঠিন ছিল। আমি জানি, এটা পড়া খুব কঠিন। প্রত্যেককে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বইটি পড়তে হবে।”
Posted ৫:৫০ অপরাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.