
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | বুধবার, ২৩ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে ম্যাকাওয়েকে ১৩ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
(২৩ নভেম্বর) বুধবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে প্রথমার্ধের খেলায় আশরাফুলের হ্যাটট্রিকে ৬ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৩-৬ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন আশরাফুল। ১০ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান তিনি। পরের মিনিটেই পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ। আশরাফুল গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।
১৯ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ২৩ মিনিটে হোসাইন সারওয়ার ফিল্ড গোলে ব্যবধান ৫-০ করে লাল সবুজ জার্সিধারীরা। বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে ব্যবধান
৬-০ করেন হাসান জুবায়ের নিলয়।
বিপতির পর আবার জ্বলে উঠেন আশরাফুল। খেলার ৪০ ও ৫৮ মিনিটে আরও দুটি গোল করেন তিনি। এরপর ৬১ মিনিটে হোসাইন সারওয়ার, ৬২ মিনিটে সরকার রহমান, ৬৩ মিনিটে হোসাইন সরোয়ার ও ৬৯ মিনিটে ইসলাম কউশিক গোল করেন। খেলার শেষ ৭০ মিনিটে রহমান খন্দকার ১৩ তম গোল করেন।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৭:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.