
মৌলভীবাজার জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজার সরকারি কলেজের ভবন সংকট নিরসনসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা ।
(৩০ জানুয়ারী) সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যপী এই কর্মসূচি পালন করা হয়।
শ্রেণীকক্ষ সংকট নিরসনে ২টি ৫তলা একাডেমীক ভবন নির্মাণ, ৮৭টি নতুন শিক্ষকের পদ সৃষ্টি করে প্রতিটি বিভাগে অনার্স মাস্টার্স কোর্স চালু, ১টি ছাত্রাবাস ও ১টি ছাত্রীনিবাস নির্মাণ, যাতায়াত সুবিধার্থে দুটি অত্যাধুনিক বাস প্রদান, ১টি ক্যান্টিন, স্বতন্ত্র একাধিক পরীক্ষা হল নির্মাণ, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক দুটি পাবলিক টয়লেট নির্মাণ, একটি আধুনিক তথ্যকেন্দ্র স্থাপনসহ বিভিন্ন দাবি তোলা হয় মানববন্ধন ও সমাবেশে। ছাত্র-ছাত্রীদের পক্ষে এই সব দাবি তুলে ধরেন মানববন্ধনের সমন্বয়ক কলেজের শিক্ষার্থী জাকের আহমদ অপু।
মানববন্ধনে একাত্মতা পোষন করে বক্তব্য দেন রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক মো. রফি উদ্দিন,উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. মনোয়ার হুসেন । পরে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মহসীনের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক বিষ্ণুপদ চৌধুরী,ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক মো. আবু হানিফ ,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জিয়াউর রহমান।
উল্লেখ্য, এ বিদ্যাপীঠে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৮:৫৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.