রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১

মৌলভীবাজার বিআরটিএ অফিসে ঘুষ বানিজ্যের ভিডিও ভাইরাল,সাংবাদিককে হুমকি!

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০১ জুলাই ২০১৯ | প্রিন্ট  

মৌলভীবাজার বিআরটিএ অফিসে ঘুষ বানিজ্যের ভিডিও ভাইরাল,সাংবাদিককে হুমকি!

মৌলভীবাজার বিআরটিএ অফিসের ঘুষ প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওটি সংগ্রহ করে ফেইসবুকে প্রকাশ করায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিক এস আলম সুমনকে মোবাইল ফোনে হুমকি দিলেন মৌলভীবাজারের মতিউর রহমান নামে এক ব্যবসায়ী।

১ জুলাই সোমবার বেলা পৌণে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। ওইসময় মতিউর নিজেকে একজন গাড়ি ব্যবসায়ী এবং আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচয় দেন।


জানা যায়, গত রোববার (৩০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলভীবাজার বিআরটিএ অফিসে এক ব্যক্তির হাত থেকে নগদ টাকা লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়। প্রকাশিত সেই ভিডিওটি পরে সাংবাদিক এস আলম সুমন স্থানীয় পত্রিকা সীমান্তের ডাকের ফেসবুক পেইজ ‘সাপ্তাহিক সীমান্তের ডাক’-এ প্রকাশ করেন। পরে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়। এর প্রেক্ষিতে মতিউর রহমান ক্ষিপ্ত হয়ে এস আলম সুমনকে মোবাইল ফোন করে এ হুমকি প্রদান করেন।

এবিষয়ে জানতে চাইলে সাংবাদিক এস আলম সুমন বলেন, মতিউর রহমান আমাকে কল করেই উত্তেজিত হয়ে কথা বলছিলেন। আমি কেন ভিডিওটি প্রকাশ করলাম প্রশ্ন করছিলেন। এক পর্যায়ে তিনি নিজেকে গাড়ি শোরুম ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে আমাকে মামলা ও দেখে নেয়ার হুমকী প্রদান করেন।


সুমন বলেন, উনাকে বিআরটিএ অফিসে নগদ লেনদেনের বিষয়টি আইনে আছে কি না জানতে চাইলে আমাকে বলেন ‘কোন আইনে আছে নগদ টাকা লেনদেন করা যাবেনা। আমার টাকা দেয়ার ভিডিও রেকর্ড ও ফেসবুকে দেওয়ায় সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা করবো ও দেখে নেবো। আমি বিদেশে গাড়ি ব্যবসা করেছি দেশে গাড়ি ব্যবসা করছি। আমাকে এক নামে সবাই চেনে। আমাকে চেনোনা এর জন্য দেখে নেবো।’

এবিষয়ে ব্যবসায়ী মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন গাড়ি ব্যবসায়ী। ওইদিন আমার স্বজন এক রোগীকে নিয়ে সিলেটে যাওয়ার সময় বিআরটিএ অফিসে যাই। সেখানে আমার একটা লাইসেন্সের জন্য চালানের টাকা ওই ব্যক্তিটিকে দিয়েছি। ওই সময় কেউ একজন অন্যায়ভাবে সেই ভিডিওটি করে। সেই ভিডিওটি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় আমার সম্মানহানি হয়েছে। আমি কাউকে ঘুষ দেই নি।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০১ জুলাই ২০১৯

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত