
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুর রহমান। প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ‘চশমা প্রতীকে’ ৩৪২ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এম শাহীন (আনারস প্রতীক) নিয়ে পেয়েছেন ২৮৯ ভোট।
সকাল ৯টা থেকে জেলার ১৫ টি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ভোট চলে একটানা দুপুর ২ টা পর্যন্ত।
চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে আ.লীগ বিদ্রোহী এম.এ রহিম শহীদ ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩ ভোট, শাহাবুদ্দীন সাবুল ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ ভোট, সাংবাদিক বকশী ইকবাল আহমদ ‘ঘোড়া’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ ভোট এবং প্রবাসী সুহেল আহমদ ‘তাল গাছ’ প্রতীকে পেয়েছেন ২ ভোট।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৪:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.