শনিবার ৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১৫ আশ্বিন, ১৪৩০

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে লড়ছেন জায়েদ চৌধুরী

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে লড়ছেন জায়েদ চৌধুরী

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে লড়ছেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও হয়রত শাহ খাকী হাফিজিয়া এতিখানা ইবঃ মাদ্রাসার গভনিং বডির সভাপতি, মানবাধিকার সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস’র মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ জায়েদ আনোয়ার চৌধুরী।

ইতোমধ্যে সদস্য পদে মনোনয়নপত্র বৈধ হওয়ায় বৈদ্যুতিক পাখা  প্রতীক বরাদ্ব পেয়ে জয়ী হতে নিজের পক্ষে ভোট আনতে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


জানা যায়, পারিবারিকভাবে আওয়ামীলীগ ঘরনার প্রার্থী ‘মোঃ জায়েদ আনোয়ার চৌধুরী’ নির্বাচনে তার পক্ষে সমর্থন জানাতে বিশেষ করে (০৪ নং ওয়ার্ড) জুড়ী উপজেলা পরিষদ, জায়ফরনগর, সাগরনাল, ফুলতলা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান,ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের কাছে দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাজ্য থেকে I.C.T Swansea College- E.L.T.S (Celta) DACE Swansea University UK  থেকে ডিগ্রি সম্পন্নকারী ও  সমাজ সেবায় মাদার তেরেসা স্বর্ণ প্রদক প্রাপ্ত ‘মোঃ জায়েদ আনোয়র চৌধুরী’ বলেন,আসন্ন ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধিরা দলমতের উর্ধে থেকে বৈদ্যতিক পাখা মার্কায় ভোট দিবেন বলে শতভাগ আশাবাদি।


তিনি জানান,  নির্বাচিত হলে সৎ ও নিষ্ঠার সাথে দলমতের উর্ধে থেকে এতদাঞ্চলের অবহেলিত জনপদকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে কাজ করে যাবেন। ‘পাশাপাশি ন্যায়ের পক্ষে থাকবেন এই অঙ্গিকার করে নির্বাচনে সদস্য পদে বিজয়ী করতে সকলের সহযোগিতা ও অনুপ্রেরণা প্রত্যাশা করেছেন’।

উল্লেখ্য, জুড়ীর উপজেলার জায়ফরনগর গ্রামের বাসিন্দা একই ইউনিয়নের সাবেক ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি,জুড়ী উপজেলা আ.লীগের প্রতিষ্ঠা আহবায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক,বীর মুক্তিযোদ্ধা ও সরকারের স্বর্ণ পদক প্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান মরহুম মোঃ আব্দুল খালিক চৌধুরীর কনিষ্ঠ পুত্র ‘মোঃ জায়েদ আনোয়ার চৌধুরী’।


সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত