
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা পরিষদের আসন্ন নির্বাচনে সদস্য পদে লড়ছেন বদরুল আলম সিদ্দিকি ‘নানু’।
ইতোমধ্যে সদস্য পদে মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকে জয়ী হতে নিজের পক্ষে ভোট আনতে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
জানা যায়, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ‘বদরুল আলম সিদ্দিকি ‘নানু’ জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার জয়চন্ডী, ভূকশিমইল, কাদিপুর, বরমচাল, ভাটেরা (ইউনিয়ন) ৫নং ওয়ার্ডের সম্মানিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের কাছে দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
শিক্ষানুরাগী পরিচিত মুখ বদরুল আলম সিদ্দিকি ‘নানু’ বলেন, আগামী (১২ ডিসেম্বর) সোমবার প্রতীক পেয়ে জোর প্রচারণা চালিয়ে যাবেন, তিনি আশাবাদি ৫নং ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধিরা দলমতের উর্ধে থেকে তাকে নির্বাচিত করবেন।
তিনি জানান, নির্বাচিত হলে সৎ ও নিষ্ঠার সাথে দলমতের উর্ধে থেকে এতদাঞ্চলের অবহেলিত জনপদকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে কাজ করে যাবেন।
‘পাশাপাশি ন্যায়ের পক্ষে থাকবেন এই অঙ্গিকার করে নির্বাচনে সদস্য পদে বিজয়ী করতে সকলের সহযোগিতা ও অনুপ্রেরণা প্রত্যাশা করেছেন’।
‘এদিকে ০৫নং ওয়ার্ডে কুলাউড়া উপজেলা আইনসৃঙ্খলা কমিটির সদস্য মোঃ আব্দুল মতলিব,উপজেলা জাসদ সভাপতি ময়নুল ইসলাম শামিম,অধ্যাপক সিএম জয়নাল আবেদিনসহ আরো হ্যাভিওয়েট প্রার্থী রয়েছেন’।
‘তবে শেষ পর্যন্ত কার মাথায় জয়ের মুকুট উঠবে এ নিয়ে জনপ্রতিনিধিদের মাঝে ব্যাপক আলোচনা চলছে’।
নির্বাচন কমিশন সুত্রমতে, আগামী ২৮ ডিসেম্বর দেশের ৬৪টি জেলায় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই তালিকায় মৌলভীবাজার রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষনার পরে চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
‘এদের মধ্যে যাদের মনোনয়ন বৈধ ঘোষানা করেছে জেলা রিটার্নিং অফিসার তারা জয়ী হতে প্রচার চালিয়ে যাচ্ছেন’।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:০৯ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.