
সংবাদমেইল ডেস্ক : | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য সদস্য পদে প্রার্থী হচ্ছেন হচ্ছেন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক দুই বারের জনপ্রিয় চেয়ারম্যান,কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক জিএস ও ক্লিন ইমেজের অধিকারী কমরেড আব্দুল লতিফ।
জানা যায়,জেলা পরিষদেও নিয়ম অনুযায়ী ৬নং ওয়ার্ডের মধ্যে উপজেলার কুলাউড়া পৌরসভা, কুলাউড়া সদর ইউনিয়ন,রাউৎগাঁও, পৃথিমপাশা,কর্মধা ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান ও সদস্যরা তার পক্ষে সমর্থন থাকায় সদস্য পদে প্রার্থী হচ্ছেন বলে জানান।
এতদাঞ্চলের অবহেলিত জনপদকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে মেধা মননের পরিপুরক নিষ্কলুষ আদর্শের অধিকারী কমরেড আব্দুল লতিফ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী করতে সকলের সহযোগিতা ও অনুপ্রেরণা প্রত্যাশা করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনযায়ী জানা যায়, আগামী ডিসেম্বরে দেশের ৬৪টি জেলায় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই তালিকায় মৌলভীবাজার রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষনার পর থেকে চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন।
Posted ১:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.