
মৌলভীবাজার প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০২ মার্চ ২০১৯ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, কেন্দ্রীয় আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মাতা, গুজারাই গ্রামের মোছা. রহিমা খাতুন (৯৭) গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, দুই কন্যা, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার আছরের নামাজের পর মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামের শাহ কামাল (রহ:) এর মাজার প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন বিষয়ক মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, নেছার আহমদ এমপি,সাবেক এমপি এম এম শাহীন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ মিছাবাহুর রহমানসহ অনেকে।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০২ মার্চ ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.