
ইমাদ উদ-দীন,সংবাদমেইল২৪.কম | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
এ বছর মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করছে সদর উপজেলার পৌর শহরের ত্রিনয়নী শিববাড়ী পূজা উদযাপন পরিষদ। প্রতিবছরের মতো এ বছরও ব্যতিক্রমী মূর্তি তৈরি করে শুরু থেকেই তারা দৃষ্টি কেড়েছেন। আয়োজকরা জানালেন এ বছর দুর্গাপূজা উপলক্ষে তাদের উদ্যোগে ১ হাজার হাত বিশিষ্ট দুর্গা প্রতিমা তৈরি করেছেন। প্রতিমাটি উচ্চতায় প্রায় ৩৫ ফুট। চওড়াতেও প্রায় ৩০ ফুট। এছাড়া সত্যযুগ ও ক্রেতাযুগের কাহিনী অবলম্বনে প্রায় ১শ’ দেব-দেবীর পূজার আয়োজন করা হয়েছে। ওখানে একহাজার হাত বিশিষ্ট এক ব্যতীক্রমী দুর্গাপূজা পালন করছেন পুণ্যার্থীরা। ব্যতিক্রমী এ পূজার আয়োজন করতে পেরে মৌলভীবাজার পৌর শহরের সৈয়ারপুর এলাকার ত্রিনয়নী শিববাড়ী পূজা উদযাপন পরিষদের সদস্যরাও উৎফুল্ল। চমক সৃষ্টিকারী এই প্রতিমা শিল্পী প্রসেনজিৎ পাল কাংগোর তত্ত্বাবধানে তৈরি এই প্রতিমা এ বছর দুর্গাপূজায় শোভাবর্ধন করেছে শহরের সৈয়ারপুর এলাকার ত্রিনয়নী শিববাড়ীর পূজামণ্ডপে। পূজা কমিটির সভাপতি শ্রীকান্ত সূত্র ধর জানান, মূল প্রতিমাটির পিছনে এক হাজার হাত এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে সামনে থেকে দেখলে মনে হবে দেবী দূর্গা যেন হাজার হাত নিয়ে দণ্ডায়মান। আয়োজকদের প্রত্যাশানুযায়ী তাদের প্রতিমা দর্শনে শুরু থেকে এখন পর্যন্ত প্রচুর পুণ্যার্থীর সমাগম ঘটছে।
আয়োজক ও দর্শনার্থীদের জোর দাবি, তৈরিকৃত ১ হাজার হাত বিশিষ্ট প্রতিমা মূর্তিটি সিলেট বিভাগের মধ্যেই এটাই প্রথম। এই হাজার হাত দিয়ে দেবী সমাজের সমস্ত অশুভ শক্তিকে দূর করবেন এমনটিই তাদের বিশ্বাস ও প্রত্যাশা। শিল্পী প্রসেনজিৎ পাল কাংগো জানিয়েছেন, মূর্তিটির কাঠামো এখানেই তৈরি করা হয়েছে। জোড়া দেওয়ার কাজও ও রং তুলির কাজও এই স্থানে সারা হয়েছে। ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এখন মৌলভীবাজার জেলায় মন্দিরে মন্দিরে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা। পূজামণ্ডপগুলোও সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন নানা রঙে। জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিববাড়ী মন্দির, জয়চণ্ডী ইউনিয়নের সিটিএস মন্দির ও রাজনগরের পাঁচগাঁও মন্দিরে ঐতিহ্য অনুসরণে বেশ ঘটা করে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এসব মন্দিরে অন্যান্য বছরের মতো এবছরও ঢল নেমেছে পুণ্যার্থীদের। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না জানান, শারদীয় দুর্র্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পূজা উদযাপন কমিটি সারা জেলায় উৎসবমুখর পরিবেশে যাতে পুজা উৎযাপন করতে পারে তারা সে বিষয়ে তাদের প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত রেখেছেন। তিনি জানান, সারা জেলায় এ বছর সার্বজনীন ৮২০ টি মণ্ডপে ও ব্যক্তিগত উদ্যোগে ১৮৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক পুজা মণ্ডপে ১৫ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা জেলায় প্রত্যেক মণ্ডপে পুলিশ, র্যাব ও আনসারসহ মোবাইল ডিউটি থাকছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা জেলায় ৯০৫ জন পুলিশ ফোর্সসহ ৭০০০ হাজার আনসার নিয়োজিত রয়েছেন। জেলা প্রশাসন থেকে আর্থিক বরাদ্দও দেয়া হয়েছে।
Posted ৩:৩২ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.