
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
প্রায় ৬ মাস ধরে বন্যা ও জলাবদ্ধতার কারণে দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকা হাওর পাড়ের মানুষের দুর্দশা লাঘবের দাবিতে ৭ দফা দাবি জানিয়ে গতকাল মানববন্ধন করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি। মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে মৌলভীবাজার সদর, রাজনগর উপজেলা ও কুলাউড়া উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা অংশগ্রহণ করেন। হাওর রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির জেলা সভাপতি এডভোকেট মইনুর রহমান মগনু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, পরিবেশ আন্দোলনের আ.স.ম সালেহ সুহেল, জুনেদ আহমদ চৌধুরী, আলী রাব্বী রতন, ডা. ফরিদ আহমদ, সুহেল আহমদ, আলমগীর হোসেন, আলাউদ্দিন প্রমুখ। মানববন্ধনে অংশ নিতে এসে আখাইলকুড়া ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কৃষক সোনা মিয়া নিজেদের দুর্দশার কথা জানিয়ে বলেন ৬ মাস ধরে পানি মানুষের বন্দি করে রাখছে, মানুষ যেভাবে মানুষরে বন্দি করে রাখে। আগের ধান (বোরো) গেছে এখন জইমনো পানি, পেনার (কচুরিপানা) পাহাড়, কৃষকরা সাফ করতো পারছে না পয়সার লাগি। মানুষ ক্ষেত করবো কিলা (কিভাবে)। টাকা-পয়সা নাই। চাউলের দাম বাড়িগেছে। হাওরের পানি হরাইবার কোন ব্যবস্থা কেউ করে না। তার প্রশ্ন এ অবস্থা চরলে হাওর পাড়ের কৃষকরা বাঁচবে কিভাবে। এদিকে হাওর অঞ্চলের মানুষের দুর্দশা লাঘবের জন্য মানবন্ধন চলার সময় হাওর রক্ষা সংগ্রাম পরিষদ সাত দফা দাবি উত্তাপন করেছে। এই দাবিগুলো হচ্ছে হাওর অঞ্চলের পানি নিষ্কাশনের সকল খাল অবিলম্বে পরিষ্কার করতে হবে। বন্যাক্রান্ত কৃষক-ক্ষেতমজুরদের পুনর্বাসন করতে হবে। স্থানীয় মৎস্যজীবীদের ভাসান পানিতে মাছ ধরার অধিকার দিতে হবে। মনু প্রকল্পের পাম্প হাউস সার্বক্ষণিক চালু রাখতে হবে। গরিব ও বর্গা চাষিদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক ও সুদমুক্ত কৃষিঋণ দিতে হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও শিক্ষার্থী ফি মওকুফ করতে হবে। হাকালুকি হাওরের বুড়িকিয়ারী বাঁধ অপসারণ ও জুড়ি নদী পুনঃখনন করতে হবে।
Posted ১২:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.