
মৌলভীবাজার প্রতিনিধি,সংবাদমেইল২৪ডটকম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারে জেলার শিক্ষা সার্বিক বিষয় নিয়ে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২২ নভেম্বর) মঙ্গলবার দুপুরে শহরের কোর্ট রোডস্থ পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গনসাক্ষরতা অভিযান ও সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এলায়েন্স (সিডা) মৌলভীবাজার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
গনসাক্ষরতা অভিযান ও সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এলায়েন্স (সিডা) মৌলভীবাজারের চেয়ারম্যান শেখ শামচ্ছুজামান সেলিমের সভাপতিত্বে ও আব্দুস সামাদেও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকতা জসীম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালিক। মতবিনিময় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন গনসাক্ষরতা অভিযানের উপ কার্যক্রম পরিচালক আব্দুর রউফ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক স্কুলের শিক্ষক,স্কুল পরিচালনা কমিটির সদস্য,সাংবাদিক,কলেজ শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.