
মৌলভীবাজার প্রতিনিধি,সংবাদমেইল২৪ডটকম | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারে বিভিন্ন ইউনিয়নের ধারাবাহিকতায় সদর উপজেলার আমতৈল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
সোমবার সন্ধ্যায় আমতৈল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লা আফজল।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেলিম আহমদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্মাদক নাহিদ আহমদ। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ছালিক ।
সম্মেলনে ৯টি ওয়ার্ডের যুবলীগ নেতাকর্মিদের অংশগ্রহনে আগামী তিন বছরের জন্য সেলিম আহমদকে সভাপতি এবং মশাহিদ আলীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.