মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১ আশ্বিন, ১৪৩০

মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবিতে গণস্বাক্ষর

মৌলভীবাজার প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৯ আগস্ট ২০১৮ | প্রিন্ট  

মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবিতে গণস্বাক্ষর

মৌলভীবাজারে ‘সরকারি মেডিকেল কলেজ’ বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

(২৯ আগস্ট) বুধবার দুপুর ১২টায় শহরের একটি অভিজাত হোটেলে এই অভিযান শুরু হয়।


বিশ্বব্যাপী অবস্থাণরত জেলার বিশিষ্টজনের সমন্বয়ে গঠিত ‘মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই ক্যাম্পেইন গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথ আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

ডা. ছাদিক আহমদের সভাপতিত্বে ও খালেদ চৌধুরীর সমন্বয়ে এসময় কর্মসূচিতে অংশ নেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী, সদর উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমুখ। এসময় বিভিন্ন দেশে অবস্থানরত মৌলভীবাজারের ৫০ জনের প্রবাসী প্রতিনিধি দল স্বাক্ষর করেন।


আয়োজকরা জানান, মৌলভীবাজারের ২৫ লক্ষ মানুষ বছরের পর বছর একটি মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছে। দেশ বিদেশে সভা সেমিনার করছে। সরকারে ঘোষণা রয়েছে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ হবে। কিন্তু তার কোন বাস্তবায়ন মৌলভীবাজারবাসী দেখছে না। তাই দাবির আদায়ের পক্ষে জনসম্পৃক্ততা প্রমাণে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৯ আগস্ট ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত