
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন।
আজ (২৮ ডিসেম্বর) বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ও উপজেলায় স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দেবেন ভোটাররা।
২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হচ্ছে।
জেলায় অন্তর্ভুক্ত সিটি করপোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।
এখন শুধু সময়ের পালা। কে হচ্ছেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান? ভোটাররাই তাদের ভোট প্রদানের মাধ্যমে নিশ্চিত করবেন। ৯৫৬ জন ভোটারের সবই স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। ভোটের মাঠে ভোট গ্রহণ ও ভোট প্রদানের ক্ষেত্রে পাক্কা খেলোয়াড়। ক্যারামের গুটির মতোই তারা নিশানাভেদি। কে কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা গোপন রেখেই আলোচনা ছিল এতোদিন। দিনক্ষণ ঘনিয়ে এলেই গোপন কামরায় পছন্দের প্রার্থীকে সিল মারবেন এমন মতামত স্থানীয় বিশ্লেষকদের।
মৌলভীবাজার জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ২১ পদে মোট ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মদ্যে ৬ প্রার্থী জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, সাধারন সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২২ জন প্রার্থী রয়েছেন। ৬৭টি ইউনিয়ন,৫টি পৌরসভায় ও ৭টি উপজেলায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন।
এই ১৫টি কেন্দ্র হচ্ছে পাথারিয়া ছোট টিলা মডেল উচ্চ বিদ্যালয়, বড়লেখা। তানিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা। হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুড়ী। দক্ষিণ জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুড়ী। বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুলাউড়া। নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়, কুলাউড়া।
নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয়, কুলাউড়া। রাজনগর ডিগ্রি কলেজ, রাজনগর। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার। হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার। কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মৌলভীবাজার। চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রীমঙ্গল। কাকিয়া ছড়া চা বাগান, শ্রীমঙ্গল। কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ। এএটিএম বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, শমসেরনগর, কমলগঞ্জ।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ১০:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.