
মৌলভীবাজার সংবাদদাতা : | সোমবার, ০১ নভেম্বর ২০২১ | প্রিন্ট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বোর্ডিং থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে; যার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক হুমায়ূন কবির জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নতুনবাজারের টু স্টার বোর্ডিং থেকে মনোয়ারা বেগম (৪০) নামে এই নারীর মৃতদেহ উদ্ধার করেন তারা।
মনোয়ারা শ্রীমঙ্গল ইউনিয়নের শাহীবাগ এলাকার নূর মিয়ার স্ত্রী। নতুন বাজার এলাকায় ঝাড়ু দেওয়ার কাজ করতে তিনি। তাছাড়া মাঝেমধ্যে লেবু বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে। পরিদর্শক হুমায়ূন বলেন, “মনোয়ারার শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বোর্ডিংয়ের ম্যানেজার ও কয়েকজন বর্ডারকে থানায় আনা হয়েছে।” লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সি।
Posted ১:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ০১ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.