
মৌলভীবাজার প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১১ জুলাই ২০১৮ | প্রিন্ট
‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিলো বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ।
১১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের সার্কিট হাউস এলাকায় এসে শেষ হয়।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সার্কিট হাউসের মুন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি ডা. শারমিন আক্তার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বকশি ইকবাল আহমদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম আব্দুস সোহবান।
Posted ৬:২৮ অপরাহ্ণ | বুধবার, ১১ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.