
মৌলভীবাজার জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হন।
বুধবার রাত ১২টার দিকে পুলিশ ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদকে (২৮) গ্রেপ্তার করতে গেলে শহরের বেরীরপাড় এলাকায় যমুনা পেট্রোল পাম্পের কাছে এ সংঘর্ষ ঘটে।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম নজরুল ইসলাম বলেন, “শহরের ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদকে ধরতে গেলে সংঘবদ্ধ চক্র চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালিক, পুলিশ সদস্য বজলুল করিম, সালাউদ্দিন ও ফখরুল ইসলাম।”
গুরুতর আহত এসআই আব্দুল মালিককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ গুলিবিদ্ধ রুয়েলকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.