
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজাওে মনু নদীর পাড় থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
(৪ জানুয়ারি)বুধবার বিকালে সাড়ে ৩ টার দিকে শহরের এম ক্লথ ষ্টোরের পিছনে নদীর পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এমবি ক্লথ ষ্টোরের পিছনে থেকে মনু নদীর পারে একটি ব্যাগ দেখতে পেয়ে টোকাই ছেলেদের ব্যাগটি খুলতে বললে ব্যাগের ভিতর একটি নবজাতকের লাশ দেখা যায় এবং পাশেই অন্য কাটুনের ভিতর আরো একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার এসআই আনজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে কোনো অজ্ঞাত ব্যক্তি ক্লিনিকে গর্ভপাত ঘটিয়ে দুই নাবজাতকে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের পর মৃতদেহগুলো পৌরসভার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৬:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.